আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় হজ্জ ও গাদীরের ঘটনা



আম্বিয়াদের শিরমণি আল্লাহ তায়ালার জ্যোতি ৷ শেষ জামানার শেষ নবী তাহা মোদের জ্ঞাতি ৷৷ একদিন তিনি করিলেন পণ ৷ বিদায় হজ্জ করিবেন সম্পাদন ৷৷ সকলের নিকট করিয়ে দিলেন এলান ৷ হজ্জ পালনে ইচ্ছুক যাহারা যোগাড় কর মাল-সামান ৷৷ সোয়া লক্ষ হাজীদের নিয়ে ছুটে চলেছেন মরুপথ দিয়ে ৷ কাবাঘর করিবেন তাওয়াফ আল্লাহর কাছে চাহিবেন মাফ ৷ হজ্জ পালন শেষে হাজীদের বেশে ফিরতেছিলেন মদীনায় ৷ মাঝপথে এসে রাসূলের কাছে ওহী নাজিল হয় ৷৷ আল্লাহর পক্ষ হতে তোমার নিকটে নাজিল হয়েছে যাহা ৷ অতি তাড়াতাড়ি হাজীদের মাঝে প্রকাশ কর তাহা ৷৷ সাথে সাথে তিনি বেলালকে ডাকিয়া করিলেন ফরমান ৷ হে বেলাল! উচ্চস্বরে আজ দাও তুমি আজান ৷৷ আগে যাহারা গিয়েছে দাঁড়াতে বল তাহাদের ৷ পশ্চাতে যাহারা আছে আসতে বল তাহাদের ৷৷ সবাই যখন একত্র হল গাদীর নামক স্থানে ৷ আল্লাহর রাসূল দৃষ্টি আকর্ষণ করলেন নিজের পানে ৷৷ উক্ত স্থানে উত্তপ্ত বালুতে তৈরী করলেন মেম্বার ৷ নির্দেশ দিলেন সবাইকে নামাজ আদায় করিবার ৷৷ নামাজ শেষে রাসূলে কারীম ধরলেন আলীর হাত ৷ ঘোষণা দিলেন আলীই হচ্ছে মাওলায়ে কায়েনাত ৷৷ সর্ব প্রথম হযরত উমর জানালেন অভিনন্দন ৷ আজ থেকে আপনিই মাওলা হে আবু তালিব নন্দন ৷৷ আলীকে যখন করিলেন তিনি মাওলা নির্ধারণ ৷ আল্লাহ তায়ালাও ইসলামকে তখন করিলেন নির্বাচন ৷৷ যখন হতে মাওলা হলেন আমিরুল মো'মিনীন ৷ তখন হতেই পূর্ণ হল আল্লাহ তায়ালার দ্বীন ৷৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.