আমাদের কথা খুঁজে নিন

   

১০ কোটি ইউরোর যোগ্য নয় কেউই: জিদান

বর্তমানের রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে কাজ করছেন সাবেক এই ফরাসি ফুটবলার। আর তার ক্লাবই রেকর্ড ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে কিনেছে ওয়েলস তারকা বেলকে।
ফুটবলেই কেবল এমন অচিন্তনীয় ব্যয় সম্ভব বলে মনে করেন এককালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার জিদান। ২০০১ সালে তাকে রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি। নিজের এই দলবদলটাও বেলের মতো 'অচিন্তনীয়' মনে করেন।


রোববার ক্যানাল প্লাসকে জিদান বলেন "দল বছর আগে আমাকে কেনা হয়েছিল ৭ কেটি ৫০ লাখ ইউরোতে। আমি বলবো, আমি ওই দামের যোগ্য ছিলাম না। এমনকি এখনও আমি মনে করি, কোনো খেলোয়াড়ের এত দাম হতে পারে না। এত অর্থ খরচ করাটা অচিন্তনীয়। "
তবে বেলকে শিষ্য হিসেবে পেয়ে বেশ খুশি রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী।


"তার (বেল) অনেক কিছু করার ক্ষমতা আছে, যা গত তিন বছরে সে দেখিয়েছে। নিশ্চিতভাবে সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে থাকবে। "
রিয়ালে বেলের আরো উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন জিদান।
"সে আরো উন্নতি করতে পারে। আমি মনে করি সে রিয়ালের জন্য অনেক কিছু আনবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।