আমাদের কথা খুঁজে নিন

   

এই শহরে বাঁচার বিড়ম্বনা

শাফিক আফতাব আঁধারে ছেঁেয় যায় শহরের রাতের শরীর কতই ঘটনা ঘটে আহা ! আন্ডারপাসে আনাগোনা বাড়ে ক্রমশ ভ্রাম্যমান নারীর না খেয়ে কেউ ঘুমায় রাস্তার পাশে। পুরোনো গলির মোড়ে জমে গাঁজার আসর পাঁচতারা হোটেলে লাল নীল দীপাবলি জ্বলে বিষাক্ত হয় হাসপাতালের সরকারি সফেদ চাদর কেউ আবার স্নান সারে কৃত্রিম ঝর্নার জলে। নিয়মরবাতিরা আর কতিপয় দারোয়ান জাগে আজন্ম বেদনার ভাঁড়ে তারা ছাড়ে দীর্ঘশ্বাস রাজপথ স্বস্তি পায় রাতের নির্জনতার মাঘে কবিদের খাতা ভরে যায়, আবেগের প্রকাশ। এই শহরে বাস করি সহায় সম্বলহীন দিনে দিনে বাড়ে শুধু ব্যাংক-বীমার ঋণ। ৩১.০১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।