আমাদের কথা খুঁজে নিন

   

রুপকথা...(১)

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

...বৃষ্টির ফোটা গুলো খুব তীরের মত বিধছে, শরীরে না মনে সেটাই বুঝতে পারছি না। বোঝার চেস্টাও করছিনা। হঠাৎ করেই মনে হলো বৃষ্টির সাথে তোর কোন সম্পর্ক নেই তো? তুই যখন ই আমাকে খুব নির্লিপ্ত ভাবে কস্ট দিস, আমার পৃথিবী তা খুব ফাকা হয়ে যায়, আমি খুব অবাক হয়ে তোর দিকে তাকিয়ে তোর চোখে আমার জন্যে একটু ভালবাসা খুঁজি, এবং যথারীতি না পেয়ে পরাজিত একজনের মত হাঁটা দেই...তবু মনে আশা তুই হয়ত পেছন থেকে ডাকবি... বিশ্বাস কর...তুই একটু ক্ষীন স্বরে ডাকের জন্যে আমি কান পেতে রই... কিন্তু...হায়রে আশা... আর তখনই বৃষ্টিটা নামে। তুই বিশ্বাস কর, এরকম প্রায় সময় ই হয়...তুই অ কস্ট দিলি আর বৃষ্টিটা ও নাম লো। আমি ভিজি আর তর কথা ভাবি... কি অদ্ভুত মিল তোর আর বৃস্টির মাঝে, তুই আমাকে ভিজাস চোখের জলে আর বৃস্টি ভিজায় তার জলে, ভিজি আমি...দুই জলে মিলেমিশে একাকার। ভাগ্যিস, চোখের জল দেখে কারন বোঝা যায় না, যদি যেত, কি লজ্জার ব্যাপার ই না হতো। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবতো, এই ছেলেটা এরকম একজনের জন্যে কাদছে যার কাছে এই কান্না শুধু জল ছাড়া আর কিছু না, যার কাছে এই কান্নার কোন মুল্য ই নেই। কিন্ত বিশ্বাস কর, আমার আর কিছুই করার নেই, আমি তোর খোলসের ভিতর ঢুকে গেছি, এখন আমি হাজার চেষ্টা করেও এই খোলস ভাংতে পারব না...ভাংতে চাই ও না...মনে হচ্ছে সারা শরীরে কৃষ্ণকলির কন্ঠ বাজছে... "...বন্ধু আমার বুকের মাঝে বির্সজনের ব্যথা বন্ধু তুমি ও মন করে যেওনা আর-- একা। বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে বন্ধু এসা আকাশ দেখি পুরোটা চোখ খুলে বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানো সুখে... " (...চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।