আমাদের কথা খুঁজে নিন

   

মন (তানিয়া ইয়াসমিন লিপি)

আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....

কোন এক চাঁদের জোসনা ভরা রাতে, সাগরের স্রোতে ভিজতে ভিজতে, তুমি আমার কাঁধে- দু হাত রেখে বলেছিলে- "আমি তোমাকে অনেক ভালবাসি" "তুমি অনেক সুখী হবে" আমি তোমার হাত ধরে বলেছিলাম- "তুমি কি পারো না আমাকে সুখী করতে"? তুমি মৃদু হেসে বললে- "আমি চেষ্টা করবো"। শুনে খুবই ভালো লাগলো আমার। ভাল লাগাটা আমার ভেতরে যখন খুব বেশি ভাল লাগছিল ঠিক সেই মূহুর্তে- তুমি আমার চোখের দিকে তাকিয়ে বললে- "তুমি কিছু মনে করো না- সাগরপাড়ে আসলে আমি কেমন যেন আনমনে হয়ে যাই, তোমাকে যা বলেছি, আনমনা হয়েই বলেছি"। তুমি আমাকে কথাগুলি যেভাবেই বলো না কেন, আমি সারা জীবন মনে রাখবো। ভাববো, হয়তো চোখের জলও ফেলবো। মানুষের মন সত্যিই আকাশের মত, ক্ষনে ক্ষনে রং বদলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।