আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা ও সীমান্ত চুক্তি না হওয়ায় ভারতীয় মিডিয়ায় সমালোচনার ঝড়

বাংলাদেশের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তি করতে ব্যর্থ হওয়ায় ভারত সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন মিডিয়ায় প্রবল সমালোচনা করা হয়েছে। ভারতের নামী সংবাদপত্রের প্রায় সব কয়টাতে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় নিবন্ধে এই দু'টি চুক্তি না হওয়ায় ভারত সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে সকল সর্বভারতীয় ইংরেজি দৈনিকে একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রায় সব লেখকই মন্তব্য করেছেন, ভারত সরকারের তিস্তা ও সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা উচিত। এটা না করতে পারলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে।

আরও বলা হয়েছে, চুক্তি দুটি না হওয়ায় বাংলাদেশে আওয়ামী লীগকে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে।

সম্প্রতি দুটি সর্বভারতীয় ইংরেজি টিভি চ্যানেলে এ সংক্রান্ত আলোচনায় ভারতের সাবেক কূটনীতিক, রাজনীতিবিদ ও সাংবাদিকরা সরাসরি এই দুটি চুক্তি রূপায়ণ করার পক্ষে মত দিয়েছেন। তাদের মতামত একই যে, বাংলাদেশ সরকার যেভাবে ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরসনে সাহসের সঙ্গে এগিয়ে এসেছে তার প্রতিদান হিসেবে চুক্তি দুটি করা উচিত ছিল।

এমন কি বিজেপির তরুণ ব্রিগেডের সদস্য এবং আসাম ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক বরুণ গান্ধী পর্যন্ত সংবাদপত্রে প্রবন্ধ লিখে জানিয়েছেন, এই দু’টি চুক্তি রূপায়ণ করা জরুরি। অবশ্য এ ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দোলাচল নীতিকেও দায়ী করেছেন তিনি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।