আমাদের কথা খুঁজে নিন

   

খেকজ

সাংবাদিক: 'ক্ষ' নামের এক ব্যান্ডের সাম্প্রতিক এক্সপেরিমেন্ট আপনাকে কি আহত করে ? রবীন্দ্রনাথ: আহত ? রবীন্দ্রসঙ্গীত তো কবেই নিহত। সাংবাদিক: কেন! রবীন্দ্রনাথ: ইভা রহমান যে দিন রবীন্দ্র সঙ্গীতের এলবাম বাইর করছে,সে দিনই সঙ্গীত পোঙ্গামারা খাইয়া গেছে। সেদিন সব বোদ্ধা রা কানের ভিতর ইয়ে গুজে বসেছিলো। ভয়ে থাকি, কবে যে মাহফুজ রবীন্দ্রসঙ্গীত গায়। সাংবাদিক: তিনি গাইবেন কি ? রবীন্দ্রনাথ: গোপন তথ্য পাইছি।

মাহফুজ এক টন লবন কিনছে। সাংবাদিক: কেন!! রবীন্দ্রনাথ: গড় গড়া করার জন্য। সকালে আবাল টা গলা সাধে কিনা.... সাংবাদিক: তাই বলে ১ টন ? রবীন্দ্রনাথ: কমই কিনছে। আগামী দেড়শো বছর গড়গড়া করলে হয়তো ওর গলার কিছু হইতে পারে। এট প্রেজেন্ট ওর এলাকায় কোন কাক নাই।

স্বামী-স্ত্রী মিলে সকালে সব কাক খেদায়। যৌথ প্রচেষ্টা...বাট ওর টাকা আছে। তাই কেউ কিছু কয় না। সুশীল রা অনেক চালু.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.