আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সাহাবী হযরত আবু হুরাইরাহ (রা: )।

mdsakature@yahoo.com

হযরত আবু হুরাইরাহ (রা: ) এর নাম নিশ্চয় সবাই শুনেছেন। তিনি ছিলেন মহানবী হযরত মোহাম্মদ (সা: ) এর প্রিয় সাহাবী। এবং সর্বাধীক হাদীস বর্ণনাকারী সাহাবা। "আবু হুরাইরাহ" এর অর্থ হচ্ছে-বিড়াল ছানার পিতা। নামটি দিয়েছেন প্রিয় নবী (সা: )।

একদিন হযরত আবু হুরাইরাহ (রা: ) মহানবী (সা: ) এর সামনে দিয়ে হেঁঠে যাচ্ছিলেন। তখন আবু হুরাইরাহ (রা: ) এর কোলে একাটি বিড়াল ছানা ছিল। তখন মহানবী (সা: ) তাকে ডাক দিলেন-"হে আবু হুরাইরাহ" অর্থাৎ হে বিড়াল ছানার পিতা!। এরপর হতে মহানবী (সা: ) আবুহুরাইরাহ (রা: ) এর জন্য এই নামটি খুবই পছন্দ করলেন। এবং ডাকতেন।

উল্লেখ্য আবু হুরাইরাহ (রা: ) মহানবী (সা: ) এর অত্যান্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি মহানবী (সা: ) কে খুবই ভালোবাসতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.