আমাদের কথা খুঁজে নিন

   

ভুল আছে বলেই জগতটা এত সুন্দর

বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ। মানুষ হিসাবে জন্মগত ভাবেই ভুল করার অধিকার আমার আছে। আমি ভুল করি বলেই স্কুলে মাস্টার বেত চালাতে পারতেন, অফিসে সিনিয়র ঝাড়ি দিতে পারেন, জজ সাহেব দন্ড দিতে পারেন, কারো কারো গিন্নি অভিমান করতে পারেন। আমি ভুল করি বলেই তো মাফ চাই, মাফ চাই বলেই মাফ করে কেউ কেউ মহান হতে সুমহান হয়। ভুল আছে বলেই জগতটা এত সুন্দর।

ভুল আছে বলেই জগতে এত সৃষ্টি। যার যত বেশী চেষ্টা, তার তত বেশী ভুল। ভুল আছে বলেই ভুল বোঝাবুঝি। ভুল আছে বলেই মানুষ ভুল শোধরায়, নতুন কিছু শেখে। সক্ষম যে মানুষ কোন ভুল করেনা, সে হয়তো দরবেশ বা পাগল, শিশু বা শয়তান; নয়তোবা সে কিছুই করেনা।

মানুষের জীবনে বড় ভুল হলো ভুল ভাবে ভুলের হিসাব মেলাতে চাওয়া। ভুল হলে ভুল বলে স্বীকার করতে ভুলে যেন না যাই আমরা। ভুল স্বীকারে লজ্জা নাই। যিনি যত সহজে ভুল স্বীকার করতে পারেন তিনি ততই উদার, ততই মহান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।