আমাদের কথা খুঁজে নিন

   

৫০০ টাকায় ইন্টারনেট (আনলিমিটেড/মাস)

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

খবরটা আমি কিছু দিন আগে পেয়েছি এই ব্লগ থেকে (ত্রিভুজের লেখা একটা পোষ্ট থেকে)। স্মাইল ডট কম ডট বিডি। এড দেখে ফোন করলাম ওদের অফিসে। অনেকটা কৌতহল থেকে। জানলাম যে, ওরা কানেকশান ফি ১০০০ টাকা এবং মাসে ৫০০ টাকা (+ ভ্যাট) নিবে ২৪ঘন্টা আনলিমিটেড লাইন দিবে।

অফার শুনে তো মনে হলো বেশ ভালই। তো তাদের অফিসে গেলাম, কথা বললাম ওদের সাথে, ওরা বলল, ডাউনলোড ষ্পিড এভারেজে ৫-১০ KB প্রতি সেকেন্ডে থাকবে। হিসেব করে দেখলাম আমার বাসা থেকে ওদের কেবলের শেষ এন্ডের দুরত্ব প্রায় হাফ কিলোমিটার। তবে বলতে পারছে না কবে লাইন দিতে পারবে। পুরো ঢাকাকে ওরা সাতটি জোনে ভাগ করেছে।

বেশ বড় প্রজেক্ট। পুরো ঢাকা শহরেই ফাইবার অপটিকের ব্যকবোন করেছে। ব্যাকবোন ফাইবার অপটিক থেকে কনর্ভাটার ইউজ করে ক্যাট ৫ দিয়ে পিসিতে লাইন দিবে। বিভিন্ন রকম প্যাকেজ দেখলাম, সর্বনিম্ন হোম ইউজ ৩৪৮ টাকা থেকে ১ লাখ টাকার কর্পোরেট প্যাকেজ আছে। যদি তাদের কথামত গড়ে হোমইউজের জন্য ৫-১০ KB ব্যান্ডউইন্ড দেয় তবে মোটামুটি ভাল।

যারা এদের সার্ভিস ইউজ করেন তারা বলতে পারবেন এদের সার্ভিস কেমন? কেউ কি আছেন? থাকলে অভিজ্ঞতাটা জানতে চাইছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।