আমাদের কথা খুঁজে নিন

   

এই মেয়েটা কে?



একপায়ে নূপুর আমার, অন্য পা খালি একপাশে সাগর, একপাশে বালি তোমার ছোট্ট তরী বলো নেবে কি... কয়েকদিন আগে গানটি ডাউনলোড করার পর আজকে শুনতেছি তো শুনতেছিই। শালার আমার এই এক অভ্যাস! এক গান ২০-৩০ বারও শুনি কোনো বিরতি ছাড়াই, যতোক্ষণ না কান ব্যথা হচ্ছে। কে জানে, এইটা মানসিক সমস্যা কিনা! যাগ্গা, মেয়েটার গলার কারুকাজগুলা খুব্বি ভাল্লাগছে। ইয়াত্রির তপুও ভালো গাইছেন। ফুয়াদ যদি এই গানের সুর করে থাকেন, তাহলে দারুণ একটা কাজ হয়েছে। ব্লগার সমীপে আমার জিজ্ঞাসা হৈল, ওই মেয়ের নাম কী? তার গাওয়া আর কী গান আছে ইন্টারনেটের পাইরেট সমুদ্রে? ব্লগার আরিফ থেকে আনার সৌজন্যে গানটির ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।