আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া সংকলন : এসো ব্লগিং করি

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

মনে হচ্ছে ব্লগে ইদানীং কোন গুমোট হাওয়া বইছে; প্রতিবাদ, বাদানুবাদ চলছে । কোনটা ভাল, আবার কোনটা ভাল হয়েও ভাল না; হয়ত উদ্দেশ্য ভাল কিন্তু উপস্থাপনা ভাল না । কে ঠিক কে বেঠিক কে জানে !!! কিন্তু ফলাফল আবারো মান-অভিমান, দোষ-গুণের বাছ-বিচার আর কিছু আক্রোশ । হঠাত মনে হলো কিছু সদ্য পুরনো ছড়া দিয়ে একটা পোস্ট দেই ; এগুলো ব্লগ এবং ব্লগিং সংক্রান্তই । হ্যাপী ব্লগিং ... || ক || একদিন (আসলে রাত ছিল) রাত মজুরের ব্লগে নজরুলের (সম্ভবত) একটা কবিতা পড়ার পর মন্তব্য করতে গিয়ে একটা ছড়া লিখে ফেললাম; অনিবার্য কারণ বসতঃ () সেই পোস্টটি পরবর্তীতে রাত মজুর মুছে (কিনবা ড্রাফট) ফেলে ।

অবশ্য আমার ব্লগে এসে মন্তব্য স্বরূপ ছড়াটি সংরক্ষণ করতে ভুলেনি। বুঝলে রা.মু. (রাতমজুর) - সহসাই গেলো বিদ্যুত খেলিয়া মগজে রবি ঠাকুরের আমলেও যদি ব্লগিং হইত সহজে নজরুল বুঝি 'দুখু মিয়া' নিকে হইত নিবন্ধিত মাইকেল তার 'সনেট' করিত ব্লগেই অর্পিত 'পল্লী কবি' নিক দেখিয়াই বুঝিয়া লইও তুমি 'নকশী কাঁথার মাঠ' পোস্টে গ্রাম্য-পটভূমি ব্লগেই জানিও পাইত খেতাব 'ছন্দের জাদুকর' ব্লগাকাশে সত্যেন্দ্রনাথ হইতো শশধর। স্টিকি হইতো হরহামেশাই নারী অধিকার কথা বেগম রোকেয়া - মহিলা ব্লগার , লিখিত নারীর ব্যাথা ওদিকে দেখিও সুরঞ্জনাকে না পাইবার হুতাশ জীবনানন্দ গড়িত রেকর্ড - একাধারে মাইনাস। ওহে রা.মু (রাতমজুর)- এইবার বল, ক্ষণিক ভাবিয়া, অশ্বত্থ ছায়ায় বসিয়া কেমনে উঠিত ব্লগিং তখন অন্তর্জালে জমিয়া! || খ || কিছুদিন (এটাও রাতই ছিল আসলে) আগেই সামহোয়্যার...ইন এর ৩য় জন্মবার্ষিকীতে গিয়ে সুস্বাদু কেক খেতে খেতে একরামুল হক শামীম পার্টি আপডেট দিয়ে পোস্ট দিল; মন্তব্য করতে গিয়ে একটা শুভেচ্ছা-ছড়া লিখে ফেলেছিলাম । ব্লগ মানে কি, না বুঝেই ব্লগের জালে জড়াই অনুভূতির নাটাই দিয়ে হরফ ঘুড়ি উড়াই।

অচেনা সব মানুষগুলো একটু একটু করে জানাশোনার গন্ডিকে ছোঁয় ব্লগের সূত্র ধরে। লিখছি কিছু, পড়ছি কিছু, জানছি কিছু আরো ব্লগ কখনো ভাবতে শেখায় - "তুমিও যে পারো" । অন্তর্জালে কে তোমায় এমন করে টানে ? কার কারণে তাকিয়ে থাকো মনিটরের পানে ! অনেক ব্লগের ভিড়েও আজো সামহোয়্যার..ইন নিচ্ছে কেড়ে ঘুম কখনো, রাত কখনো দিন । বছর ঘুরে, উড়ে উড়ে , তিনটি বছর পার হাসি-কান্না, ঝগড়া-ঝাটি - কত্তো উপহার। আজকে এক শুভক্ষণে ছোট্ট কিছু বাণী জানিয়ে দিলাম ব্লগের পাতায় শুভেচ্ছাখানি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।