আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: গুলবর্গার কেল্লা আর জুম্মা মসজিদ

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ভারতের কর্ণাটক প্রদেশের গুলবর্গা শহরে গেছিলাম ২০০৬ সালের ডিসেম্বর মাসে। এই শহরের পত্তন করেছিলেন কাকতীয় বংশের হিন্দু রাজারা।

পরে মধ্যযুগে এই রাজবংশের পতন হয়। মধ্যযুগের দক্ষিন ভারতের মুসলমান রাজবংশ বাহমণীর (সংস্কৃত ব্রাম্ভন থেকেই এই নামের উৎপত্তি) নাম হয়ত অনেকেই শুনেছেন। তাদের প্রথম রাজধানী ছিল এই গুলবর্গা শহর। পরে বাহমণীরা বিদর শহরে রাজধানী স্হানান্তরিত করে। বাহমণী রাজ্যের পতনের পরে অন্য সুলতানেরা এই গুলবর্গা রাজ্যের ক্ষমতায় আসেন।

এখানকার কিছু ছবি ব্লগের ব্ন্ধুদের জন্য শেয়ার করলাম। ছবি পরিচিতি: ১ - ৬। গুলবর্গার কেল্লা। এখন ধ্বংশাবশেষ। ভিতরে লোকজন থাকেন।

মনে হয় না যে তারা আদি বাসিন্দা। হ্য়ত পরে জবর দখল করেছে। ঠিক জানিনা। কেল্লার প্রাচীরে উঠলে দারুন একটা ভিউ পাওয়া যায়। ৩ - ৪।

ওয়াচ টাওয়ারের ওপরে। ৫ - ৬। কেল্লার প্রাচীরের মাঝে মাঝে আছে ওয়াচ টাওয়ার। শত্রুদের গতিবিধির ওপর নজর রাখার জন্যই এগুলো তৈরী। বেশীরভাগ ওয়াচ টাওয়ারেই কামান আছে।

কেল্লার প্রাচীর আর ওয়াচ টাওয়ারের এই ছবিগুলো কেল্লার বাইরের দিক থেকে নেওয়া। আগে প্রাচীরের সামনে পরিখাতে জল থাকত। আর জলে ছাড়া থাকত কুমির। শত্রুরা যাতে পাঁচিল টপকে না কেল্লায় ঢুকতে পারে তার জন্য। এখন সেই পরিখা শুকিয়ে গেলেও নিচু খাদটা এখনো আছে।

৭ স্পেনের কর্ডোভা শহরের মূল মসজিদের অনুকরনে মধ্যযুগে তৈরী গুলবর্গার জুম্মা মসজিদ। এটা কেল্লার মধ্যেই আছে। ৮। জুম্মা মসজিদের সিলিং। ৯।

জুম্মা মসজিদের ভিতরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।