আমাদের কথা খুঁজে নিন

   

আপনিও নেংটা

কাজ নেই, খাওয়া নেই।
একদিন, এলাকার চেয়ারম্যান তার নিজস্ব গ্রাম প্রশন্নপুরের রাস্তা দিয়ে হাটছিলেন। অনেকটা হাওয়া খাওয়ার ভংগিতেই। ফুর ফুরে তার মেজাজ। হঠাৎ খেয়াল করলেন, ৭/৮ বছরের একটা ছেলে উল্টা দিক থেকে হেটে আসছে তার দিকেই। চেয়ারম্যান দাড় করালেন ছেলেটাকে। চেয়ারম্যান: তুই আমাগো করিমের পোলা না? ছেলে: হ, চেয়ারম্যান সাহেব, আমি করিমের পোলা। চেয়ারম্যান:তা তোর জামা কাপড় কই? নেংটা শরীরে রাস্তায় ঘোরাঘুরি করতাছ কেন? ছেলে: জামা কাপড় লাগবো কেন? আমি জামা কাপড় পরি না - সারা দিন এমনিই থাকি। চেয়ারম্যান: বেয়াদপ ছেলে মুখে মুখে কথা বলে! যা বাড়ি যা - আবার তোরে নেংটা দেখলে খবর আছে কইলাম! ছেলে: চেয়ারম্যান সাব শুধু শুধু আমারে বকেন কেন? শুধু আমিই কি লেংটা? আপনিও তো নেংটা। চেয়ারম্যান: (নিজের লুংগির দিকে তাকিয়ে) আমি নেংটা!? ছেলে: হ, লুংগির নিচে আপনিতো নেংটাই! (দৌড়)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।