আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে নিরাপদে গাড়ী চালান...

আমার চোখে বর্তমান...

সময় আনুমানিক রাত ৮:৪০। আমি অফিস থেকে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষন অপেক্ষা করে বৃষ্টি একটু ধরে আসতে আমার প্রিয় রেসিং সাইকেলে চেপে বেড়িয়ে পড়লাম। গুলশান ১ এ আসতে দেখি খুব বেড়াছেড়া অবস্থা। ট্রাফিক পুলিশ নাই, একটা সিগনাল পোষ্টের লাইটগুলো ঘুরে আছে, অন্যগুলোর বালাইও খুব একটা করা হচ্ছে না।

আমি সবসময় ট্রাফিক সিগনাল মেনে চলি। তাই আমার রাস্তার সিগনালের জন্য অপেক্ষা করলাম। এক সময় সবুজ বাতি জ্বলল, কিন্তু দেখি বামের গাড়ি গুলোর সেদিকে কোন পাত্তাই নেই। কিছুক্ষন অপেক্ষা করে বিরক্ত হয়ে গেলাম। তার পর আমি আমার পথে চালিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম।

একটা পাজেরো আমাকে প্রায় ছুইঁ ছুইঁ করে তীব্র হর্ন দিয়ে ইউ টার্ন নিল। আমি সেটিকে পাশ কাটিয়ে আরো সামনে গেলাম। তখনো বাকী গাড়ী গুলোর কোন থামাথামি নাই। একটি প্রাইভেট কার আমার বাম পায়ে সরাসরি ধাক্কা দিল। আমি পড়ে গেলাম।

প্রিয় সাইকেলের অবস্থা খারাপ। বাম পায়ে আর বাম হাতের কনুই তে ব্যাথ্যা অনুভব করলাম। ড্রাইভার যেন চাচ্ছিল আমি ধাক্কা খেয়ে সাইডে পড়ে যাই আর সে চলে যাক। কিন্তু আমি আর সাইকেল দুটাই তার গাড়ীর সামনে পড়ে যাওয়াতে পালাতে পারলো না। উঠে গিয়ে সাইকেলটা তুলে নিয়ে বদমাশটার গাড়ীর সামনের গ্লাসে ছুড়ে মারলাম... সাইকেলের প্রায় দলাটা নিয়ে বাড়ী ফিরে মনে হল এ ফেরাটা নাও হতে পারত।

আমার একমাত্র ছেলে, প্রিয়তমার মুখ সবকিছু প্রায় হারিয়ে যাচ্ছিল। খুব বেশী ব্যবধানতো ছিলনা। আইন ভাংগার কি এক নেশা আমাদের? কোন কিছুর পরোয়া নাই? এক জনের জীবন আমার স্বার্থপরতার কাছে মূল্যহীন। অন্যের শত অসুবিধা করেও আমার স্বার্থ হাসিল করা চাই। নিরাপদ সড়ক আন্দোলন নামে কি একটা কচুর কথা অনেক বছর আগে শুনেছিলাম।

মাঝে মাঝে এখনো দেখি। গাধারা আদতেই কিছু কি করতে পেরেছে? দয়া করে, দয়া করে নিরাপদে গাড়ী চালান। আপনি গাড়ীর ভেতরে বসলেই আপনার সময়ের দাম আর সবার চেয়ে বেশী হয়ে যায় না। আইন ভেংগে অন্যের অসুবিধা আপনি করতে পারেন না, আপনার সময়ের যত দামই হোক। সংযোজন: কিছু বন্ধু হৃদয় অনুরোধ করেছেন বর্ননাকৃত দুর্ঘটনার একটি সিকোয়েন্স ব্লগে প্রকাশ করার জন্য।

মূলত সে ঘটনাগুলো পোষ্টের মূল বক্তব্যের স্বার্থে প্রয়োজনীয় নয় বিধায় আগে বলা হয়নি। এখন বলছি... আগে বলছিলাম যে সাইকেলটা গাড়ীর উইন্ডশীল্ডে ছুড়ে মেরেছিলাম। এতে উইন্ডশীল্ডে ক্র্যাক হয় এবং ওয়াইপার ভেংগে যায়। পরে গাড়ীতে দুই মহিলা যাত্রী থাকাতে আর না বাড়িয়ে ছেড়ে দিলাম। আমি খুব বেশী ব্যথ্যা পাইনি কিন্তু ড্রাইভারের এই অনাচারে খুব অবাক হয়েছিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।