আমাদের কথা খুঁজে নিন

   

যখন সমস্যা ফোল্ডার অপশন্সের ....কি করা যায়?

দিগন্ত

অনেক সময় ভাইরাস বা অনান্য কারণে আপনার কম্পিউটারের ফোল্ডার অপশন হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপআকে বেশ বিপাকে পড়তে হয়। আপনার হিডেন করা ফোল্ডার/ফাইলগুলো প্রয়োজনের সময় হয়তো আর আন-হিডেন করে দেখতে পারছেন না বা হিডেন করা ফোল্ডার/ফাইলগুলো সর্বদা দেখা যাচ্ছে। এছাড়াও ফাইলের এক্সটেনশনগুলো দেখা যেতে পারে। এসব থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

এজন্য আপনাকে RecoverFolderOptions ফাইলটি ডাউনলোড করে নিতে হবে এবং চালু করতে হবে। এরপর কম্পিউটার রিস্টার্ট হলে দেখবেন ফোল্ডার অপশন ফিরে এসেছে এবং অনান্য সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। এছাড়াও ফোল্ডার অপশন ইচ্ছাকৃত লুকিয়ে রাখতে চাইলে রানে গিয়ে gpedit.msc লিখে ওকে করুন এবং গ্রুপ পলিসি এডিটরে User Configuration >> Administrative Templates >> Windows Components >> Windows Explorer যান। এবার ডান দিকের প্যানেল থেকে Removes the Folder Options menu from the Tools Menu দুইবার ক্লিক করে (Settings ট্যাবে থাকা অবস্থায়) অপশন Enable বাটন সিলেক্ট করে ওকে করুন। এবার দেখুন ফোল্ডার অপশনস নেই।

আবার ফোল্ডার অপশনস ফিরিয়ে আনতে হলে Settings ট্যাব থেকে Not Configured সিলেক্ট করে থাকা ওকে করলেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।