আমাদের কথা খুঁজে নিন

   

কি করে জানিনা



৬৫) কি করে জানিনা শিশিরের মত টুপটাপ ঝরে যাওয়া দিনগুলো অতীতের। মনে পড়ে লাল ,নীল ফুল প্রাচীন দালান। আর খোলা নীল আকাশ। নাগরিক কোলাহলে ওই টুকু পরম পাওয়া। যা কিছু ঘটে গেছে কিংবা ক্রমশঃ বহমান। সবকিছু জুড়ে নিশ্চিন্ত আমি কিংবা অথই একাকীত্বতায় বিলীন তুমি। বিষণ্ন বালক এক এই পৃথিবীর। কি করে জানিনা এই এক জীবনেই তুমি হলে সুমেরু আর আমি কুমেরু এত বেশী কাছাকাছি তবু কাছে নই। কি করে যে জীবন এগোয়! এই বুঝি বেঁচে থাকা? আনন্দ বা নিরানন্দে বোধহীন নিরুত্তাপে যাই বলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।