আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ও কারখানার মালিকসহ পাঁচজন আদালতে

হাইকোর্টের নির্দেশে সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা ও ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানার মালিকসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের আদালত কক্ষে নিয়ে আসে পুলিশ।
অপর চারজন হলেন: নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও পরিচালক মাহমুদুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের মালিক আমিনুল ইসলাম এবং ইথার টেক্স লিমিটেডের মালিক আনিসুর রহমান।
সংশ্লিষ্টরা আদালত অবস্থান করছেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের বিষয়ে শুনানি হবে।
ভবনধসের ঘটনায় সংশ্লিষ্টদের ৩০ এপ্রিল সকালে আদালতে হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন হাইকোর্ট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।