আমাদের কথা খুঁজে নিন

   

Gp net connection setup (Collected)

রাজাকার মুক্ত দেশ চাই। দেশদ্রোহীদের বিচার চাই।

সরাসরি কনফিগার করতে পারলে কোন কোম্পানীর ফোন সফ্‌টওয়্যার এরই প্রয়োজন নেই... শুধুমাত্র ঐ হ্যান্ডসেট/মডেম এর ড্রাইভারটি প্রয়োজন হবে। ড্রাইভার পেতে গুগলে "Download Handset name modem driver" লিখে সার্চ করুন, বা ঐ হ্যান্ডসেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করতে চাইলে প্রথমে কেবলটির মাধ্যমে আপনার হ্যান্ডসেট এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।

এরপর মডেম ড্রাইভার ইন্সটলের একটি উইন্ডো প্রদর্শিত হবে... সেখানে বর্ণিত নির্দেশনাবলী অনুসরণ করে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করুন। এরপর কন্ট্রোল প্যানেলের "Phone and Modem Options" এর Modems ট্যাব থেকে আপনার ফোন/মডেমটি নির্বাচন করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। Advanced ট্যাবে গিয়ে Extra Initializations Comands এর ঘরে AT+CGDCONT=,,"gpinternet" বসিয়ে Ok করে বের হয়ে আসুন। এভাবে... এবার কন্ট্রোল প্যানেল থেকে Network Connections উইন্ডোটি ওপেন করুন। Create New Connections এ ক্লিক করে Next>>Connect to the Internet>>Set up my connection manually>>Connect using a Dial-Up modem>>ISP Name(GP-INTERNET/GP-EDGE বা আপনার পছন্দমত যেকোন নাম)>>Phone Number(*99#)>>Username/Password(এ ঘরগুলো শূণ্য রাখুন)>>Add a Shortcut to this connection to my desktop এনেবল করে Finish ক্লিক করুন।

এবার ডেস্কটপে নতুন তৈরিকৃত নেটওয়ার্ক আইকনটিতে ডাবল ক্লিক করলেই কানেকশন পেয়ে যাবে। (এ পদ্ধতি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং গ্রামীণ ইন্টারনেটের জন্য প্রযোজ্য। অন্য অপারেটিং সিস্টেম/সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে অন্য পদ্ধতিতে সংযোগ তৈরী করতে হবে, তবে কাজের ধরণ মোটামুটি একই) (সংগ্রহিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।