আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা... দরখাস্ত লিখার ভাষা- আপনার বাধ্যগত/ বিনীত নিবেদক..........(?!)

আমার লেখা পড়ে.................. সরকারী কর্মকর্তা, রাজনিতীবিদরা কি জনগনের সেবক ? নাকি জনগন তাদের চাকর? আমরা কাগজ পত্র থেকে জানি সরকার, সরকারী কর্মকর্তা, রাজনিতীবিদরা জনগনের সেবক । জনগনই সকল ক্ষমতার উৎস । আবার কাগজ পত্রেই দেখছি এর উল্টা অবস্থান । থানা, পুলিশ, এমপি, চ্যায়ার ম্যান, যে কোন সরকারী কর্মকর্তার কাছে কোন একটি বিষয় লিখিত অবগত করতে গেলেই - নিচে লিখতে হয় আপনার বাধ্যগত/বিনীত নিবেদক/ আপনার অনুগত ইত্যাদি । কিন্তু কেন এ শব্দ ব্যাবহার করতে হবে ? যদি সকল ক্ষমতার উৎস জনগনই হয়ে থাকে? এ (বাধ্যগত/বিনীত নিবেদক/ আপনার অনুগত ) -গুলোতে প্রমাণ করে আমরা তাদের চাকর শ্রেণী, তাদের কৃপা পার্থী । বিষয়টা কি তা? আমরা কি কৃপা প্রার্থী ? সরকারতো চলে আমাদের টাকায়ই । আমরাই সরকার নির্ধারণ করি । এটা কি সরকারী কোন নিয়ম/ব্যাকরনিক ব্যাবহারিক ভুল? নাকি মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার জন্য বহু আগে সৃষ্টি ক্ষমতাবানদের মোলায়েম মরিচীকা ? নাকি বিষয়টা আমি ভুল ভাবছি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।