আমাদের কথা খুঁজে নিন

   

...এমনো জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন (আজ নিহনের জন্মদিন)

নিহন

প্রথমো যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিলো সবে এমনো জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন লাইন ক'টা কোন কবির জানা নেই । ছেলেবেলায় গ্রামের বাজারে নরসুন্দরদের কাছে চুল কাটাতে গেলে সেলুনে সুন্দর করে বাঁধানো দেখতাম লাইন ক'টি । সেই থেকে লাইন গুলো মাথায় ঢুকে গেছে ! মাথায় ঢুকলেও কাজের কাজ হয়নি কিছুই । কথাগুলো মনে আছে । সেই মতে জীবন গড়ার তাগিদ নেই ।

সবাই পারেনা , সবাইকে দিয়ে হয়না । সেই না হওয়াদের দলে আমি । আমি নিহন সুমন । এই ধরাধমে এসে পড়ে ধরণীর কি শ্রি বৃদ্ধি ঘটিয়েছি জানিনা ! তবে, জন্মকালে মাকে খুব কষ্ট দিয়েছি, সেটা জানি । মা-ই বলেছেন ।

যদিও সেই কষ্টতেই ছিল মায়ের যাবতীয় সুখ । আনন্দ ! মা আজ নেই । তার ছেলেটা কিছুই হতে পারেনি । পৃথিবীতে যে দাগ রেখে যাওয়া, একটা মাত্র আঁচড় মনে রাখবে সবাই, সেরকম কিছু তার এই ছেলেকে দিয়ে হয়নি ! তবু, মা যদি থাকতেন, আদর করে নিশ্চয় বলতেন,- "সোনারে ! আজকের দিনেই (২৯ এপ্রিল) আমাদের ঘর আলো করেছিলি তুই । আয় ! আমার হাতে মিষ্টি খা !" মা নিজ হাতে মিষ্টি, কেক খাইয়ে দিতেন ! মায়ের বখে যাওয়া ছেলে, আমি হয়তো মায়ের আঁচলে মুখ মুছতাম ! কিন্তু নেই, পৃথিবীর সবচেয়ে বড় ধন,--আমার মা টি নেই ! মা কে মনে পড়ছে খুব ।

*ছবিটা নিজের আঁকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।