আমাদের কথা খুঁজে নিন

   

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল।

mojnu@ymail.com

আজ ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ম্যারিএন নামের ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলে। লন্ডভন্ড হয়ে গিয়েছিল উপকূলীয় জনপদের মানুষের জীবনযাত্রা। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে দেড় লাখ মানুষের জীবনহানি ঘটেছিল। মারা যায় ২০ লাখ গবাদিপশু।

গৃহহীন হয়েছিল ৫০ লাখের অধিক মানুষ। নোয়াখালী, ভোলা, সন্দ্বীপ, কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ এখনো ভুলতে পারেনি দুঃসহ ও ভয়াল সেই রাতের স্মৃতি। স্বজন হারানোর শোকে-বেদনায় এখনো অনেকেই কাঁদেন। অনেকেই এখনো অপেক্ষায় থাকেন প্রিয়জনের। ১৭ বছর পরেও কক্সবাজার উপকূলের মানুষ আজ নানাভাবে স্বরণ করবে দিনটিকে।

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। আসুন আমরা যে যার মতো করে দিনটিকে স্বরণ করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।