আমাদের কথা খুঁজে নিন

   

= আমাদের বিশ্বাস ফিরিয়ে দাও

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

তোমাদের কথাগুলোকে আমরা হৃদয়ে স্থান দেই তুলে রাখি মনে উপরিভাগের সাজানো তক্তায়, তোমাদের কথাগুলোকে আমরা বিশ্বাস করে নেই শব্দের স্বপ্নমালা গাঁথি বক্তৃতা ও বক্তায় বক্তায়। কখনো কখনো মনে হয় দারুন মিথ্যাবাদী; বাতাসে ছড়িয়ে দেয়া সাজানো স্বর-ব্যঞ্জন হতে যদি দু'একটি অক্ষর, মাত্রা, দাঁড়ি, কমা এসে পড়ে ভুবুক্ষু এ গামছায় অথবা আঁচলের ভাণ্ডারে, বিশ্বাসে ধ্বস নামে পাহাড়চূড়ার বরফের মত তোমরা হয়ে পড় সত্যবাদী, যুগের শ্রেষ্ঠ সন্তান তোমরা হয়ে পড় আমাদের ইচ্ছে-সওদাগর। যদি বল তো দু'একটি মাথাকে গুড়িয়ে দেই রাজপথে যদি বল তো দু'একটি দেহকে শুইয়ে দেই অবরোধের দিনে যদি বলো তো আগুন দেই নিজেদেরই গাড়ী ও বাড়ীতে। তখন তোমাদের কথাগুলো হয় আমাদের প্রাণসঞ্চালনী মরি-বাঁচি তোমাদের বক্তৃতার স্বরে; উঠা-নামায় আমাদের রক্ত, হাড়, মাংস হয়ে উঠে তোমাদের নস্যি-থুথু যতক্ষণ চাও টেনে কিংবা জমিয়ে রাখো, তারপর ছুঁড়ে দাও দূরে যেখান থেকে আর ফিরিয়ে নাও না; নেয়া যায় না। অবশেষে তোমরা হয়ে উঠো জাতীয় নেতা-নেতৃ অবশেষে তোমরা উঠে বস সিংহাসনে-নির্ধারিত আসনে; আর…………………………………….. আমাদের স্বপ্নের উঁচু দেয়ালগুলো পরিণত হয় ফুটো চালে কল্পলোকের গাড়ীর চাকাগুলো হয়ে উঠে দু'পায়ের পাতা সুস্বাদু কাংখিত খাবারেরা বদলে যায় যেমনি বদলেছে ভাতের বদলে আলু, মাছের বদলে মরিচপোড়া! মিথ্যা প্রমাণিত হয় বাতাসে উড়ে বেড়ানো শব্দগুলো তখন হাঁপানী রোগীর মত জীবনের শ্বাস টেনে টেনে; তখনো প্রাণান্ত হই তোমাদের কথাগুলোতে বিশ্বাসী হতে! ২৮.০৪.২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি কৃতজ্ঞতা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।