আমাদের কথা খুঁজে নিন

   

~নিশীথ রাতের বাদল ধারা~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
জীবন একটা ছকের মাঝে আটকে গেছে। একটা বদ্ধ জগতে আমি আটকে আছি। ছকটা চাইলেও ভাঙ্গতে পারছি না। দায়িত্বের তালা ঝুলছে সব দরজাতে। মনটাও কেমন জানি না ছোট্ট জগতে আটকে গেছে।

খোলামনে আর কথা বলতে পারি না, না পারি লিখতে। দুঃখ লাগে তখন যখন দেখি কেউ আমার চাওয়াটা বোঝে না। দোষতো আমারই কারন দুঃখ গুলো যে লুকিয়ে রাখি। সারাদিন মুখে হাসি, আচরণে মিথ্যা উচ্ছাস নিয়ে ঘুরে বেড়াই। সবাই জানে আমি আছি মহা আনন্দে।

অনেকে ইর্ষাও করে, আমার আনন্দ দেখে। দুই একজন মানুষ আছে যাদের সামনে ঐ নাটক গুলো করি না। তবে, আজকাল আর তাদের সাথেও মন খারাপের কথা গুলো বলতে মন চায় না মানুষের সহ্যের তো সীমা আছে, তাই না? অনেক দিন আগেই জীবনের আনন্দ গুলো হারিয়ে ফেলেছি, মন আর ভাল করতে পারলাম না। আমাকে কেউ সদা ডিপ্রেসড এক ছেলে হিসেবে সহানুভূতি দেখাক অথবা প্রিয় মানুষগুলো বিরক্ত হয়ে দূরে চলে যাক তা আমি চাই না। মানুষ মানুষের কাছে আসে আনন্দ নিতে।

দুঃখ নিয়েতো আর কেউ ব্যবসা করে না। যাইহোক, সুখ দুঃখের কাহিনীই জীবন। ও নিয়ে আর কথা না বাড়াই। আজ একটা গান শুনছিলাম, শেয়ার করলাম। চাইলে শুনতে পারেন।

আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্নলোকে দিশাহারা। ওগো অন্ধকারে অন্তরধন দাও ঢেকে মোর পরান মন আমি চাইনে তপন চাইনে তারা। যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে নিয়ো গো আমার ঘুম নিয়োগো হরণ করে একলা ঘরে চুপে চুপে এস কেবল সুরে ডুবে। দিও গো দিও গো আমার চোখের জলে দিও সাড়া। আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্নলোকে দিশাহারা।

~নিশীথ রাতের বাদল ধারা~
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।