আমাদের কথা খুঁজে নিন

   

২. চীনের সৈন্যসংখ্যা আসলে কত?

সামহোয়ারইনব্লগ কনফুসিয়াস ক্লাস

প্রতিবার চীনের সামরিক বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবাদ থাকে। সেনাবাহিনীর পেছনে নাকি অনেক টাকা খরচ করা হয়। এটা তো স্বীকৃত সেনাদের ক্ষেত্রে। আমেরিকা কি জানে চীনের সৈন্যসংখ্যা আসলে কত? প্রথমদিন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় দেখি অনেক ছেলে মেয়ে নীল, হলুদ, কমলা রংয়ের টি শার্ট গায়ে। এখানে ইউনিভার্সিটির তো কোন ইউনিফর্ম নেই।

তাহলে এরা কারা? এক চীনা বন্ধুকে জিজ্ঞেস করতেই বললো, এরা আসলে নুতন ছাত্রছাত্রী। এদের বিশেষ টিশার্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে, এর অর্থ, এদের নতুন, এদের সাহায্য দরকার। কি দারুণ ব্যাপার! তারপর দেখা গেলো দলগত হাকডাক, চিৎকার....। এরা আসলে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। সামরিক বাহিনীর লোকেরা এসে তাদের প্রত্যক্ষ তত্বাবধানে প্রতিটা শিক্ষার্থীকে বাধ্যতামূল প্রাথমিকভাবে সামরিক কায়দায় প্রশিক্ষণ নিতে হয়।

আমরা জানি বাংলাদেশে বিসিএস ক্যাডার অফিসারদের মিলিটারি একাডেমিতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র চালানোও শিখানো হয়। আর এখানে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশের সাথে সাথেই প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না। আমার বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস শেষে আসার সময় দেখলাম, সামরিক বাহিনীর লোকজন এসে এদের প্রশিক্ষণ দিচ্ছে।

শুক্রবারে বৃষ্টির মধ্যেও এদের মার্চ পাস্ট করতে দেখলাম। এরা সবাই আসলে সামরিক বাহিনীতে কাজ করার উপযোগি। প্রয়োজনে এরা সামরিক বাহিনীর স্থলাভিষিক্ত হতে প্রস্তুত। তাই চীনের সৈন্যসংখ্যা যে আসলে মাথার গণনায় প্রয়োজনের সময় কততে দাড়াতে পারে তা চীন সরকারও বোধহয় জানে না। আমেরিকা তো দূরের কথা!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।