আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক সাইফুর রহমান সুজন

দেখছি............. ২০১১ তে এসে আমি প্রথম এই কবিতাখানি পাই। অদ্ভুত সুন্দর একটা লেখা। তাই আপনাদের কে শেয়ার করলাম।। এমনি এক নিঃসঙ্গ দুপুরে নিছক আড্ডা দেয়ার জন্যে ওর রুমে আসা টেবিলের ওপর ওর কবিতার খাতাটা দেখে উল্টোতে থাকি- ক্যালিগ্রাফি করা প্রচ্ছদ, ঝকঝকে হাতের লেখা... উল্টোতে উল্টোতেই হঠাৎ দেখি একি! যেই পাতাটা আমি মেলে ধরে আছি তা রক্তে ভিঁজে যাচ্ছে গলগল করে তাজা গরম রক্ত উপচে পরছে পাতাটি থেকে, ভয় পেয়ে তড়িঘড়ি করে রক্তটা চাপা দেয়ার জন্যে পাতা উল্টাই; কিন্তু পরের পাতাতেই দেখি একি!! বিস্তীর্ণ এক অদ্ভুত সবুজ মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অনবরত এক তরুণী কেঁদেই চলেছে, আমি হতবাক হয়ে পাতা উল্টে যাই কোন পাতায় দেখি বষর্ণমুখর স্তব্ধ রাত্রি- আবার কোনটা হয়তো সূর্যের আলোতে ঝলসে যাচ্ছে পাতায় পাতায় আরো কত কি যে যেনো এক সম্পূর্ণ পৃথিবী খাতাবন্দি হয়ে আছে! এমন সময় খুট করে শব্দ হতেই চেয়ে দেখি দরজায় দাঁড়ানো একজন সাইফুর রহমান সুজন- আট দশটা সাধারণ যুবকের মতই সহজ স্বাভাবিক। জানি না আর কেউ এভাবেই জানে কিনা তবে আমি আজও ভুলতে পারি না এক দুপুরে নিঃসঙ্গ কবিতার খাতায় দেখা- একজন সাইফুর রহমান সুজন কে যার পাতায় পাতায় লুকিয়ে আছে এক অনন্য ব্যাক্তিত্ব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।