আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের মাজার কৌতুক



(১) রাতের অন্ধকার প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন? দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়! সংগ্রহে: সামিয়া তাহসিন রিফা, (২) ভবিষ্যত কাল শিক্ষক : আমি একজন মানুষকে খুন করেছি- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো। ছাত্র : আপনি শীঘ্রই জেলে যাবেন। সংগ্রহে: সামিয়া তাহসিন রিফা, (৩) পয়সা থেকে টাকা ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব। বাবা : কীভাবে? ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে। সংগ্রহে: সামিয়া তাহসিন রিফা, (৪) ভাঙা কয়েন প্রথম ছেলে : আমি মেঝেতে ৫০ পয়সা কুড়িয়ে পেয়েছি। দ্বিতীয় ছেলে : ওটা আমার পয়সা। আমার ৫০ পয়সার কয়েন মেঝেতে পড়ে গিয়েছিলো। প্রথম ছেলে : কিন্তু আমি তো দুইটা ২৫ পয়সার কয়েন পেয়েছি। দ্বিতীয় ছেলে : তাহলে আমার কয়েনটা মেঝেতে পড়ে ভেঙ্গে দুই টুকরো হয়ে গেছে। সংগ্রহে: আবু সুফিয়ান মুন,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।