আমাদের কথা খুঁজে নিন

   

মুরগী বির্তক

রাজা

সমস্যা সমাধান মুরগী - মুরোগ সঙ্গম ছাড়াও মুরগী ডিম পারে । সেই ডিম হইতে কোন বাচ্চা পয়দা হয় না। আর মুরোগ মুরগী সঙ্গমের ফলে যে ডিম হয় সেইটা হইতে বাচ্চা পয়দা হয়। এইটারে বলে ফার্টাইল এগ। ডিম যদি আগে আসে - তাইলে প্রশ্ন হইতেছে আসমান থাইকা যদি ডিম পড়ে তাইলে সেই ডিম ভাঙ্গিয়া যাওয়ার কথা আর যদি না ভাঙ্গে তাইলে ডিমটা কি ফার্টাইল ছিল কি? যদি থাকে তাইলে ডিমে তা দিল কেডা? আর আরেক দিকে - মুরগী যদি আগে আসে সেই মুরগী ডিম পারলে আর তা দিলেও তো বাচ্চা পয়দা হওয়ার কথা না মোরাগ যদি না থাকে। আর মোরগ মুরগী যদি আগে আসে - তাইলে সঙ্গমের মাধ্যমে বাচ্চা পয়দা করা সম্ভব সমাধান এখন নিজে ঠিক করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.