আমাদের কথা খুঁজে নিন

   

আগে ডিম পরে মুরগী নিয়ে বিতর্ক!!

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

গতকাল আগে ডিম পরে মুরগী নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। পোষ্টটি দেওয়ার মূল কারণটা হল- শুনেন ভাই/বোনেরা ঘটনাটা বলি, আমার অফিসে কলিগদের সাথে এ নিয়ে তুমুল বিতর্ক এ নিয়ে, কেউ বলে আগে মুরগী পরে ডিম, কারণ মুরগী না হলে ডিম আসবে কোথা থেকে। কেউ বলতেছে আগে ডিম পরে মুরগী, কারণ ডিম থেকেই তো মুরগী। আবার কেউ কেউ বলছে, আগে ডিম মনে হয় ডিমটা আকাশ থেকে দপাস করে পড়েছে, তারপর থেকে মুরগীর অস্তিত্ব। তবে এক কলিগের কথায় আমি যথেষ্ট যুক্তি দেখলাম, সে বলল- তার কাছে একটি তথ্য আছে, ১৩২৫ সালের এক ডিকশনারীতে প্রথমে Hen এর প্রকাশ দেখা যায়।

১৩৪০ সালের ডিকশনারীতে Egg, সুতরাং আগে মুরগী পরে ডিম। এ বিষয়টি ভালভাবে বুঝার জন্য ব্লগে আমার পোষ্ট। কারণ এখানে অনেক জ্ঞানী-গুনি ব্লগার আছেন, যারা সত্যিকার অর্থেই অনেক ভাল জানেন। এ নিয়ে আপনাদের কাছ থেকে আরও সুচিন্তিত মতামত চাই। প্লিজ শুধু মাইনাস দিবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।