আমাদের কথা খুঁজে নিন

   

পরা বন্ধন

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

সে চইল্যা গ্যাছে ক্যান না বইল্যা আঁরে ঘরে লাগায় নাই তালা, চোর আইসা চুপ্পে-চুপ্পে- লয়া গ্যাছে বেবাক। আগুন লাগায়ে দিছে ভালোবাসার ক্ষেতি-খামারে ! তারে ত দিছিলাম চাবি আর নাকছাবি চোরের লগে এমুন পিরীত হইছে কোন্ কালে? ট্যার পাই ন, ট্যার পাই ন রাক্ষসের দল খোলা জলে খায় শুধু খাবি। আশ্রমের ম্যালা থেইকা আনছিলাম তার লাইগ্যা লাল শাড়ি সবুজ পাড়ে ঢেউ করে খেলা মুক্তার লাহান নীল চুড়ি হাতে ধরাইয়া পান চিবাইছিলাম তার হাতে সোনা আঁর সেইরাইতে চইল্যা গ্যালো আঁরে ছাড়ি দূরদ্যাশ পাড়ি! তারে দ্যাই নাই আঁই অভিশাপ হুধু জানতে চাইছি ক্যান গ্যাছিলা? কোন্ খানের সুর টানছে তোঁয়ারে, টানছে বহুদূর আঁর সুরে কও তুঁই পাইছো কোন পাপ ? >> সলিমুল্লাহরোড, মোহম্মদপুর, ঢাকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।