আমাদের কথা খুঁজে নিন

   

জলল ভাস্কর্য

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

জলল ভাস্কর্য জ্যোৎস্নার সাথে সঙ্গম শেষে রাতেরা ক্লান্ত হলে আড়মোড়া ভেঙে বলে ওঠো তুমি- এখনো অনেক বাকী দিনের শুরু চলো না বেরিয়ে আসি হ্রদের কিনার, জলল ভাস্কর্য হবো। কিছুই বলি না আমি- অনিচ্ছে পকেটে পুরে তোমাতেই চলমান হই। অরণ্য-কালোয় জলে কে যেনো ধোয়ে দেয় চাঁদের নেংটো শরীর; ডুবিয়ে রতিতদেহ তুমিও নেমে গেলে জলের স্বচ্ছতায় যুগল জ্যোৎস্না নামে এবং রাতের শরীর হয়ে যে দেহ জড়িয়ে ধরি সেটা কি তোমার, নাকি... জানা হয় না আমার। তখনো দিনের শুরু অ-নে-ক বাকি। # ['অদৃশ্য বাতিঘর' কাব্যগ্রন্থ থেকে নেয়া]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।