আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিসেলে এক্সপার্টাইজিং

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

প্রথম প্রথম দিকে উইন্ডোজে যখন ফ্রিসেল খেলতাম, বরাবরই মনে মনে বলতাম, "বা** গেম"। যখন অভ্যস্ত হয়ে গেলাম, বন্ধুদের বলতাম ,"তুই পারিস না? আবা*"। শেষের দিকে ব্যাপারটা নেশার মতো হয়ে গেল। মোটামুটি আপনারা উইন্ডোজ যারা ব্যভার করে থাকেন, তারা একবার করে হলেও গেমটি খেলে থাকবেন।

যারা একটু এক্সপার্ট, পোস্টটি তাদের উদ্দেশ্য করে লেখা। আপনি জানেন কি, ১। মজার এই গেমে ১ থেকে ১০০০০০০ পর্যন্ত যেকোন নম্বরের গেমের (উইন্ডোজ এক্স অনুসারে)পাশাপাশি -১ ও -২ নম্বর গেমও রয়েছে। ২। যত এক্সপার্টই হন না কেন, -১ ও -২ নম্বর গেমটি লজিক্যালি সমাধান করা সম্ভব না।

একবার চেষ্টা করে দেখুন। start মেনু থেকে run এ যান। ওখানে freecell লিখে ok বাটনে চাপ দিন। মেনু থেকে সিলেক্ট গেম অপসানটি বেছে নিন। সেখানে -১ বা -২ দিয়ে ok প্রেস করে শুরু করুন।

৩। ২ নং নিয়মটি ততক্ষণ পর্যন্ত কার্যকর যতক্ষণ পর্যন্ত আপনি ৪ নং নিয়মটির মতো কিছু না করবেন। ৪। কি বোর্ডে Ctlr+Shift+F10 কম্বিনিশন প্রেস করুন। Abort ক্লিক করুন যদি জিততে চান।

না চাইলে বাকিগুলো ট্রাই করুন। এরপর, যেকোন কার্ডের অবস্থান পরিবর্তন করুন। সংগে সংগে আপনি জিতে যাবেন। আসুন, জিতে যাওয়া এনজয় করি। নিয়মিত ও বিস্তারিত এই ধরণের তথ্য জানতে আনওফিসিয়াল এথিক্যল হ্যাকিং গ্রুপে জয়েন করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.