আমাদের কথা খুঁজে নিন

   

বক্স অফিসে ক্রেজ সৃষ্টি করেছে ক্রেজি ফোর

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ক্রেজি ফোর-এর প্রচারণা দর্শকদের কাছে রীতিমতো চমকপ্রদ ছিল। সুপারস্টার শাহরুখ খানের পর ডান্স কিং ঋত্বিক রোশানকেও আইটেম সঙে আর্টিস্ট বানিয়েছেন প্রডিউসার রাকেশ রোশান ও ডিরেক্টর জয়দীপ সেন। দুই সুপারস্টারই ক্রেজি ফোর-এর একই টাইটেল সং ব্রেক ফ্রিতে ভিন্ন স্লটে জম্পেশ নেচেছেন। অবশ্য ঋত্বিকের ডান্সটাই যে সেরা ছিল, তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু প্রমোশন চমকপ্রদ হলেও মুভি রিলিজের পর ক্রেজি ফোর-এর অবস্থান কেমন? রাকেশ রোশানের প্রডাকশন হাউস ফিল্মক্রাফট থেকে ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ডেবুটান্ট ডিরেক্টর জয়দীপ সেনের কমেডি মুভি ক্রেজি-ফোর।

ক্রেজি ফোর-এর চার ক্রেজি হচ্ছেন আরশাদ ওয়ার্সি, রাজপাল ইয়াদব, ইরফান খান ও সুরেশ মেনন। তাদের সঙ্গে আছেন জুহি চাওলা। মুক্তির প্রথম সপ্তাহেই ক্রেজি ফোর ইনডিয়ান বক্স অফিসে শীর্ষস্থানটি দখল করেছে। প্রথম সপ্তাহে মুভিটি ইনডিয়াতে আয় করেছে ৭০,২৬১,৫৬২ রুপি যা একই দিন মুক্তিপ্রাপ্ত অজয়-কাজলের ইউ মি আউর হামকেও ছাড়িয়ে গেছে। মুভিটি বক্স অফিসের ক্রেজিই বটে! ক্রেজি ফোর মুভিটির স্ক্রিপ্ট লিখেছেন ওয়ান টু থ্রির ডিরেক্টর আশওয়ানি ধির।

মিউজিক পরিচালনা করেছেন রাজেশ রোশান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।