আমাদের কথা খুঁজে নিন

   

একটি সপ্নের মৃত্যু এবং আমি {কালকের পর}



সপ্নের মাটিতে মুখ থুবরে পড়া কি কখনো দেখেছেন। আজ আমার সেই সপ্নেই মাটিতে মুখ থুবরে পড়েছে। সপ্ন দেখতাম ভাল Doctor হব। আজ সব শেয। আজ exam দিলাম।

ফেল করব। আর কেনই বা করব না। যে আমার সব কিছু ছিল। সকালে যার ফোন এ আমার ঘুম ভাংত। ফোনে কথা বলতেই বলতে নাস্তা করতাম।

ও ফোনেই আমাকে সব গুছিয়ে দিত। কলেজে গেলে আমি কারো সাথেই ফোনে কথা বলি না। ত এই জন্য সে কিজে রাগ করত। কিন্তু আজ সবই সৃতি। ধূষর সৃতি।

exam আর কি দিব। সব জায়গায় ও। ওর সৃতি। তোমার কাছে sorry আমি তোমাকে ভুলতে পারব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.