আমাদের কথা খুঁজে নিন

   

১০ টি ব্লগীয় প্রবচন................

...... মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ ব্লগিং করুন ...... ....মুক্তিযোদ্ধার ভেকধারী গালিবাজদের না বলুন...

১ পূর্বে গালিবাজরা সামহোয়্যারে আসিতেন গুগল সার্চে সন্ধান পাইয়া , বর্তমানে উনারা সরাসরি আউজুর ব্লগ হইতে নাজিল হন । ২ যাহার চারিটি শব্দের একটি বাক্যে ১৪ টি ইমোটিকন স্থান পায় , উহা হইতেছে বাউলার রচনা । যেমন তুমি কোথায় ছিলে? কখন গিয়েছিলে? কি কালারের...... ৩ পেশ ইমাম কেবলমাত্র মসজিদেই নয় , ব্লগেও উনারা আইজুদ্দির পিছনে বিপুল সংখ্যায় বিরাজমান । ৪ য়াইজদ্দি ওরফে ভোগবাদী হাকিম কি লেখেন উনি চিকিতসক কিনা তাহা লইয়া কাহারো আগ্রহ নাই । তবে উনি প্রত্যহ ব্লগে কি করিয়া ৭-৮ ঘন্টা সময় দেন তাহা লইয়া কেহ কেহ আগ্রহী ।

৫ অখ্যাত প্রকাশনী হইতে পুস্তক বাহির হইবার পর দুই জন ব্যক্তির মধ্যে আমুল পরিবর্তন দেখা গিয়াছে । বেগতিক য়াড়িফ দুই হাতে বেড় দিয়ে লইয়াছেন বুদ্ধিজীবীর ভাব ! উমিদ এহমেদ দর্শকবিহীন চারিটি ওয়েব গ্রুপ খুলিয়া করিয়াছেন বঙ্গরেকর্ড । ৬ রেটিংযে প্লাস পাইতে ব্লগের সকল ব্যক্তিই উদগ্রীব থাকেন । কিন্তু উহাদের কেহই ড়াগীভ ও মিড়াচের উপরে নহেন । ৭ ড়াষেদ তার ব্লগ জীবনে ২২৬০০ টি কমেনট করিয়াছেন ।

উহার মধ্যে ২২৫০০ টি কমেনট মাত্র চারিটি শব্দে সমাপ্ত । উক্ত শব্দ ও চিহ্নসমুহ হইল " হুমম..." / " অমুক বলেছেন: ভাল হইছে" / "+++" এবং " "। ৮ খাসিব বলিয়া বেড়ান উনি নকিয়া কোম্পানীতে চাকুরী করেন । কারণ তিনি জানেন একজন পাগলও উহা প্রমাণ করিতে জর্মন দেশে গমন করিবে না । ৯ অচল প্রকাশক উমিদ এহমেদ যেই কোন কমেনটে প্রথমে বিজ্ঞের ভাব লইয়া থাকেন , কিন্তু প্রত্যেকবারই উনাকে গর্দভ রূপে পোস্ট হইতে বাহির হইতে দেখা যায় ।

১০ কালিঝুলিমাখা চাঁদ এবং গর্দভ নামক বহি বাহির হইয়াছে উহা নিশ্চই সুসংবাদ । কিন্তু দুঃসংবাদ হইল প্রতি বছরই দুইটি যন্ত্রণা আপামর পাঠকবৃন্দকে সহ্য করিয়া যাইতে হইবে । ................................................................................. যদি কোন ব্যাক্তি বা চরিত্রের সহিত উক্ত ব্লগীয় প্রবচনের কিঞ্চিত মিল পাওয়া যায় , তাহা হইলে ধরিয়া লইতে হবে উহা কাকতাল মাত্র । জীবিত বা মৃত কাহারো সহিত ব্লগীয় প্রবচনের বিন্দুমাত্র সম্পর্ক নাই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।