আমাদের কথা খুঁজে নিন

   

মাথা এতো খারাপ হয় নাই...

দেখো ওই দিগন্ত সীমানায়, যেখানে মাটিকে চুমু খায়...

ইদানিং ডিমের বাজার খুব চড়া। মজিদ সাহেব মহল্লার দোকান বাদ দিয়ে আসলেন ডিমের আড়তে। এই দোকান সেই দোকন করে ঘুরতে লাগলেন। কাটিয়ে দিলেন দু'ঘন্টা। সব দোকানির এক কথা ডিমের হালি ২০ টাকা।

মেজাজ খারাপ হয়ে গেলে। মহল্লার দোকান থেকে মাত্র ১ টাকা কম। হাল ছাড়ার পাত্র নয় মজিদ সাহেব। ঘুরতে ঘুরতে চলে এলেন আড়তেরে শেষ দিকে। ছোট ছোট কয়েকটি ঝুড়িতে ডিম নিয়ে বসে আছে এক বিক্রেতা।

ডিমের দাম কতো? বিক্রেতা বললো এক দাম এক রেট ১৫ টাকা হালি। মজিদ সাহেব মনে মনে ভাবলেন যাক ৫ টাকা কমে তো পাওয়া গেলো। তারপরও বললেন ১২ টাকা হালি হবে। বিক্রেতা বললো এক দামের পর আর কোন কথা থাকে না। নিলে নেন না হয় যান।

মজিদ সাহেব বললেন ঠিক আছে আমাকে ১২ হালি দাও। হঠাৎ মজিদ সাহেব খেয়াল করলেন বিক্রেতা ৪ টির বদলে ৩ টি করে হালি গুণছেন। চিৎকার করে উঠলেন মজিদ সাহেব, এই মিয়া ৩টা করে হালি ধরতাছো কেন। বিক্রেতা বললো মাথা ঠিক নাই। মজিদ সাহেব বললেন তা হলে ৫টায় হালি দিলে না কেন।

বিক্রেতা বললো মাথা আবার এতো খারাপ হয় নাই... ( ফুটনোটঃ দেশের প্রধান দু'টি দল কিংবা একটি দলে দু'টি অংশ সরকারের সঙ্গে যতোই আলোচনা-বৈঠক করুক না কেন। সরকার তাদের রোড-ম্যাপ থেকে কখনই পিছ পা হবে না। তাদের মাথা এতো খারাপ হয় নাই যে ৫টায় হালি দেবে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.