আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় গজল-hoton se chhulo tum,শিল্পী-জগজিৎ সিং

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

গজলটা যখন শিখি,তখন এর কথা কিছুই বুঝতাম না। কিন্তু যখন এর কথাগুলো বুঝলাম,বুঝলাম কী বলতে চেয়েছে.....অবাক হয়ে লক্ষ্য করলাম গানটা গাওয়ার সময় অন্যরকম এক অনুভূতি কাজ করে! কেউ গজলটার লিংক দিলে কৃতজ্ঞ থাকবো।আমার কম্পিউটারের ফাইলটা ইস্নিপ্সে আপলোড করতে পারি নাই হোটো সে ছুলো তুম মেরা গীত অমর কার দো (হামিং) হোটো সে ছুলো তুম মেরা গীত অমর কার দো হোটো সে ছুলো তুম মেরা গীত অমর কার দো বানজাও মিত মেরে মেরি প্রীত অমর কার দো।। না উমরো কি সীমা হো না জনমো কা বান্ধান (২) জাব পেয়ার কারে কোয়ি তো দেখে কে বালমান নায়ী রীত চালা কার তুম ইয়ে রীত অমর কার দো (২) আকাশ কা শুনাপান মেরে তানহা মান মে (২) পায়েল ছানকাকি তুম আজাও জীবন মে শাঁসে দে কার আপনি সাংগীত অমর কার দো সাংগীত অমর কার দো মেরা গীত অমর কার দো। জগনে ছিনা মুঝসে মুঝে যো ভি লাগা পেয়ারা (২) সব জি তাক ইয়ে মুঝসে মে হারগাম ভি হারা তুমহারে কি দিল আপনা মেরি জিত অমর কারদো ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.