আমাদের কথা খুঁজে নিন

   

এমন দেশটি কোথাও পাচ্ছি না

ইমরোজ

আমাদের দেশে অবস্থা অত্যন্ত জটিল। কেমন জটিল আপনাদের সবারই জানা। একদিকে নারীদের সমঅধিকার নিয়ে তোলপাড় চলছে, সারাদিন বিদ্যুৎ থাকছে না, খাবার নিয়ে নানা রকম মসকরা আরও অনেক কিছু। তাই মনে হয় "এমন দেশটি কোথাও খুজে পাবে না'কো তুমি"। আমিও দেশটি খুজে পাচ্ছি না সোজা কথা।

ধর্মের দোহাই দিয়ে মোল্লারা মেয়েদের সমঅধিকার রহিতকরণে মারাত্মক ব্যাস্ত। তাদের কাছে খাদ্য সমস্যা আরও অন্যান্য সমস্যা একেবারেই গৌণ। আমার জিজ্ঞাসা একটাই, মানবতা কী ধর্মের থেকে খাটো? কোনদিন তো দেখলাম না কোন দূর্যোগে বা অভাবী দুস্থ মানুষের পাশে গিয়ে কোন ধর্মীয় সংগঠনকে দাঁড়াতে। ধর্মীয় সংগঠন তাদের কিতাব কালাম নিয়েই কুল পাচ্ছেন না। ঐ কিতাবের পরতে পরতে বলা আছে, অভাবী মানুষের পাশে দাঁড়াও।

সেই কাজটা তো তারা করেন না। তাহলে নারীদের সম-অধিকার আদায়ে হঠাৎ এত সোচ্চার হচ্ছেন কেন? যেটা করতে বলা আছে আগে সেটা করে দেখান। সত্যি সেলুকাস, কী আজব এই দেশ। এখানে কত কিছুই হয়। নামাজ পড়ে একেকজন বেহেশতের পথ ধরেছেন (নাকি হুর পরী পাবার আশা কে জানে?) কিন্তু মানব কল্যাণ তো দূরে থাক, প্রতিবেশীদের খবরও কী তারা রাখেন নাকি আল্লাহ মালুম।

মানুষের ক্ষুদার কষ্ট, বাঁচার কষ্ট থেকে জরুরী হয়ে পড়েছে মসজীদের কার্পেট পোড়ানো। হায়! প্রায়ই একটা কথা মাথায় ঘুরপাক খায়। আমাদের দেশে ধর্ম-ভীড়ু লোকের তো কোন অভাব নেই। শুক্রবার দিন রাস্তা ঘাট পর্যন্ত সয়ল্যাব হয়ে যায়। আহা, কত নিতীবান একেকজন মুসল্লি।

আর এই মরার দেশেই কী না এত অভাব, এত দূর্নীতি এত কালোবাজারি, হত্যা রাহাজানি? (অনেক ব্যাস্ত থাকি, তাই আসা হয় কম, বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।