আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি শুনলাম?

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

সারাদেশ এখন বিদ্যুতের অভাব চলছে। দিনের মধ্যে ৭ থেকে ৮ বার লোডশেডিং হচ্ছে। আর প্রতিবার লোডশেডিং এর সময় প্রায় এক ঘন্টারও বেশী। প্রচন্ড গরমের মধ্যে মানুষের জীবন ওষ্ঠাগত। তারপরে বিদ্যুতের এই লুকুচুরি খেলা।

কাকে যেন একবার বলতে শুনেছিলাম, "বিদ্যুত তো কখনও যায়, তবে আসে মাঝে মাঝে। " আসলেই তাই। লোডশেডিং এর ধরনটা এমনই। দেখে যেন মনে হয়, বিদ্যুত না থাকাটাই স্বাভাবিক। গত বোরো সেচ মৌসুমে আমরা কষ্ট করেছি নিজে।

যাতে ২ লাখ ২৫ হাজার শ্যালো মেশিনগুলো নির্বিঘ্নে চলতে পারে। কিন্তু এখন তো সেচ মৌসুম না। তাহলে? এখন কেন সরকার বিদ্যুত সরবরাহ করতে পারছে না ঠিক মত? তাতেও কোন সমস্যা না। কারণ জনগন এখন অনেক সেক্রিফাইজ করতে শিখেছে। অনেক ধৈর্য্য ধরতে শিখেছে।

কিন্তু খারাপ লাগে তখনই যখন কোন একজন দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন "এখন বিদ্যুতের কোন সংকট নেই। " তিনি আর কেউ না আমাদের বর্তমান বিদ্যুত সচিব মহোদয়। তখন সত্যিই হাসি পায়। দুঃখ হয়। এখানে উল্লেখ্য যে, সেমিনারে তিনি যখন এই বক্তব্য পেশ করছিলেন, ঠিক সেই সময়ই তিনবার লোডশেডিং করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।