আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদের কাছে সরকারের নতিস্বিকারের প্রবণতা মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করবে

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সরকারে সম্প্রতি ঘোষিত নারীনীতি স্থগিত করেছে; কারণ কিছু মৌলবাদী চক্র নারীনীতির বিরোধিতা করে একদিন বায়তুল মোকারম মসজিদের আশেপাশে বিক্ষোভ করেছিল । তাদের দাবি তাতে করে কোরআন অবমাননা করা হয়েছে । কিন্তু তাদের এই দাবির কোন ধর্মীয় গ্রহণযোগ্যতা তো নাই এমন কি অনকাংশেই হাস্যকর বলে সবাই মন্তব্য করেছে ।

ইসলাম পৌত্তলিক যুগে যখন নারী স্রেফ যৌণদাসী আর ভোড়্যপণ্য হিসেবে বিবেচিত ছিল সেই সময়ই নারীকে যে অধিকার দিয়েছিল সেসময়ের মৌলবাদের কাছে তা গ্রহণযোগ্য ছিল । আর আজকের একবিংশ শতাব্দিতে যেখানে নারী অবদান কোনাংশেই পুরুষের থেকে কম নয় সেখানে নারী অধিকার নিয়ে মৌলবাদের ব্ক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয় । তবু সরকারের মৌলবাদের কাছে নতি স্বিকার প্রশ্ন সাপেক্ষ !!! এই সরকারের মৌলবাদ তোষণ আগেই সমালোচিত হয়েছে । প্রথম আলোর আলপিনের একটি নিছক কার্টুন নিয়ে তৎকালীন সরকারের উপদেষ্টা, একজন সরকারী চাকুরে খতিব নিকট যে করজোড়েরর ভংগিতে ক্ষমা চেয়েছিল তখন থেকেই জনমনে সরকারের এই তোষণের সমালোচনা উঠেছিল । আবার সেই মৌলবাদের হুংকারের কাছে নতি স্বিকার করে নারীনীতির স্থগিত সরকারের সেই তোষণের কথাই মনে করিয়ে দেয় ।

দেশের সর্বক্ষেত্রে যখন কোন প্রতিবাদ আশে তখন আমরা সরকারের যে মারমুখী ভূমিকা দেখি আর মৌলবাদ প্রশ্নে সরকারের যে করজোড়ে প্রার্থণার ভংগি দেখি তখনই বিষয়টি প্রশ্ন সাপেক্ষ হয় । তবে সরকার অন্যকোন সুতোয় বাধা ?? নাকি কোথাও দস্তক্ষত দিয়ে ক্ষমতা নিয়েছে ?? সরকারের এই ভূমিকা মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করবে , তবে সরকার কি তাই করছে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.