আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচন(৬-১০)

তবু যে আমার বাংলাদেশ

৬) বাঙালী জন্মবার্ষিকী পালনে যত না আগ্রহী ,তার চেয়ে বেশী আগ্রহী মৃতুবার্ষিকী পালনে ।মরার পর খুনী ও মহান হ্য় এ দেশে । ৭) ওরা ধর্মের কথা বলে ,ওরা সাম্যর কথা বলে ,ওরা ধর্মের নামে রগ কাটে । ৮) আমার বাঁচা মরা নিভর্র করে ঊনার( নেতা ) উপর । ৯) এক সময় কবি ছিল জাতির বিবেক,এখন কবিরা দলভুক্ত ,নাম দেখলে বুঝা যায় উনি কোন দলের । ১০) মানুষের জন্য ধর্ম কিন্তু মৌলবাদীরা বলে অন্য কথা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।