আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচন(১-৫)

তবু যে আমার বাংলাদেশ

১) হুমায়ন আজাদ আর আহমদ শরীফ 'রা আসে যুগে যুগে,নিজামী আর গোলাম 'রা জন্মে আগাছার মত । ২) বই তো বই ,সে আবার আস্তিকের বই আর নাস্তিকের বই কি ? ৩) একজন রাজাকারকে তখনও আমার ভয় হ্য় ,যখন সে পবিত্র নামাজ সমাপন করে আসে । ৪) আমি একটা মেয়ের সাথে আপোসে রঙলীলা করি তাতে তাদের রাতের ঘুম হারাম হয়,কিন্তু রাস্তার অর্ধ ঊলঙ মেয়ে গুলো ওদের নজরে আসে না । ৫) বাঙালীর অর্জন মুক্তিযুদ্ব,এ বলেই কাটিয়ে দিল ৩৭ বছর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।