আমাদের কথা খুঁজে নিন

   

বৈষম্য এত প্রকট কেন-১?



ব্যাপারটা কাউকে ভাবায় কিনা জানি না তবে আমাকে বেশ নাড়া দিয়েছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? ডিগ্রি? অনার্স-মাস্টার্স? এমবিএ? তারপর কি সরকারী চাকুরী না আধা? না প্রাইভেট? কোনটা? কখনো মনে হয় না কী ভীষন বৈষম্য? সরকারী আর বেসরকারী বেতনে পার্ধক্য থাকতেই পারে, কিন্তু তা কতখানি? এত ব্যাপক পার্থক্য কখনও ভাল কিছু গড়তে দেয় না, তা বাধা হয়ে দাঁড়াবেই। অনেকের মত আমিও এই ব্যাপারে চুপই থাকতাম কারন তাঁদেরই মত আমিও জানতাম না, কিন্তু জেনে যাওয়ার পর না লিখে থাকা গেল না। এটা নিয়ে আলোচনা হ্ওয়া উচিৎ। অনার্স-মাস্টার্স-এমবিএ করে যে মানুষটা বিসিএস এর মত কঠিন পদ্ধতির একটা পরীক্ষা পাশ করল এবং চাকুরীতে যোগ দিল সে মাস শেষে বেতন তোলেন তিন বছর পর ১১,৯৩৬ টাকা আর সমযোগ্যতা নিয়ে আরেকজন যে বেসরকারী সংস্থায় কাজ করেন, মাস শেষে তোলেন তার ১০ গুন! দুজনই কিন্তু এক সরকারকেই কর্ দেয়, সমান গ্যাস খরচ করেন, একই দামে চাল-মাছ-মুরগি-মাংস-বাজার করেন! কোনভাবেই কি এটা সুস্থ ছবি? বাদ দেন সমযোগ্যতার, যে ১০ গুন বেতন তোলেন তার গাড়িচালক,যে অষ্টম শ্রেনী পাশ, ঐ অফিস থেকে মাস শেষে সরকারী কর্মকর্তার চেয়ে ৭০০০ টাকা বেশী বেতন তোলে! কী ব্যাখ্যা দেবেন এর? ক্যাপিটালিজম্ এর এটাই কি রীতি, সরকারের কোনও নিয়ন্ত্রন থাকবে না! কেউ কি জানেন কোন তথ্য এ বিষয়ে? এগুলোর জন্য কি দূর্নীতি বাড়ে? নিশ্চয়ই বাড়ে। দূর্নীতি করতে তো এই পুরো সিস্টেমই আপনাকে বাধ্য করছে। আপনার পাশের মানুষ আপনার চেয়ে ব্যয়বহুল জীবন যাপন করবে আর আপনি মাস শেষে সংসার চালানোর চিন্তায় উদ্বিগ্ন, কারন আপনি একজন সৎ সরকারী কর্মকর্তা। এত ভীষন বৈষম্য রেখে একই দেশে একই সমাজে আপনি ভারসাম্য আনার কথা ভাবতে পারেন? সম্ভব? এখন বঝুন সরকারের কোন্ মাত্রায় দায়িত্বশীল হওয়া দরকার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।