আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান কৃষকের চাষাবাদ

শাফিক আফতাব মৃত্তিকার গভীরে সে পুঁতে দেয় আবহমান বীজ, শানিত মইয়ের চাপায় ভাঙে সাদা গুড়ি গুড়ি ঢিল ; কিছুদিনের জন্য সে পতিত জমিটি পেয়েছে যেন লীজ ! আগাছা বাছে সে, নিড়ানী দেয়, দেখে আকাশ সুনীল। লাঙলের ফলায় সে চিরেছে মৃত্তিকার কঠিন শরীর, রোদে পুড়ে আর জলে ভিজে তার হাড়ভাঙা শ্রম ; ফসলে ভরেছে মাঠ, ঘরে তার নবান্নের ভীড় ! কৃষাণীর সাথে রাত কাটে তার পেয়ে আবহমান ওম। ঘরে আর বাহিরে চাষার আবহমান ফসলের গান, রবীশস্যের ক্ষেতেও তার শাশ্বত বোধের শিশির ; কঠিন হাতে আর লাঙলের ফলায় তার চিরায়ত তান ! মহা মশগুলে ধুমেধামে সে, কৃষাণীর নরম শরীর ! এভাবেই আবহমান কৃষক, কালে কালে ফলায় ফসল পৃথিবী সুন্দর তাই, তাই এতো গান, আর কলকোলাহল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।