আমাদের কথা খুঁজে নিন

   

হীম বাতাসে আর্তনাদ !

ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! বেরোয়াসের আর্শীবাদ সিক্ত হীম বাতাস ছুঁয়ে যায় আমার আদ্যোপ্রান্ত । সে বাতাসে সুগন্ধী নেই, হীম হয়ে যাওয়া সুখপাখিটার ডানা ঝাপটানো আর্তচিৎকার সে বাতাসে ভেসে বেড়ায় !! সুখপাখিটা কেঁদে যায় , বেরোয়াস তাতে অট্টহাসি হাসে ! নিয়তির অন্তরালে সে হাসি ঘুরে ফিরে সুগন্ধী ফুলের কানে লাগে .......... চটপট করে ফুলগুলো , নিষ্টুর বাতাসে উড়ে আসে বৈকী , বোকা আমায় আর ছুঁতে পারেনা , সুখপাখিটার আর্তনাদ ও আমায় আর স্পর্শ করেনা !!!!!! কুঁড়ে কুঁড়ে আমার আমিকে কেবল ছিদ্র করে চলে বেরোয়াসের চিৎকার ! নিখাদ যন্ত্রণায় সেই আমি যখন ছটপট করি তখন শুণ্যতায় কান পাতলেই কেবল আঁধারের হাহাকার , বহুদূর , বহুদূর শুন্যতা ভরা হাহাকার মিশে যায় অন্ধকার পৃথিবীর নিরস বাতাসে ! ছবিসুত্র : গুগল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।