আমাদের কথা খুঁজে নিন

   

শুভকামনায় (উৎসর্গ- যারা স্বপ্ন দেখতে পারেনি)

ইমরোজ

শেষটায়! রোদ এসে পড়ে, খোলা-মেলা মাঠ, খেয়াদের ঘাট...সুন্দর একটা ঝড় শেষে। আগামীর সূর্য, অথবা চাঁদ একাকার...বসে ভাবি তোমাকে। টুকরো টুকরো মেঘ, নিয়তির বেগ...সমান্তারাল পথে চলা, হিসেব করে বলা, কত কথার মেলা ঘুরে ফেরে আজ, একটাই গন্তব্য তাদের। পরিবর্তনের ধূসর মেঘে বৈশাখের তালে নেচে আগামীর সুর বেজে উঠে যখন... আমি বিরতিহীন তোমার কাছে কাছে ফিরি, তোমাদের শুভকামনায়...নববর্ষ মধুর হয়ে উঠুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।