আমাদের কথা খুঁজে নিন

   

উঠতি মধ্যবিত্তের রমণী

শাফিক আফতাব একদিন দিয়েছিলে ললিত লগন, গোলাপের ঘ্রাণ, ফুরফুরে রোদ আর গোল চাঁদের মোহন মধুর আলো, একদিন পাশে ছিলে প্রেরণায়, বোধে আর চেতনায়, একদিন সারাবেলার ভাবনায় খই ফোটাতে ভটভট উচ্ছলতায়, একদিন তুমি মাটিরমানুষ ছিলে, মৃত্তিকার ঘ্রাণ ; তথাকথিত আধুনিকতার নামে কেমনে বেণিফুল ছিঁড়ে বাদামী করলে তোমার আবহমান চুলের বিন্যাস, আসলে তুমি আবহমান খোলস খুলে ফেলে আদিম হয়ে যাচ্ছো উঠতি মধ্যবিত্তের অহমে তুমি জিন্স পড়ছো, খোলা বুকে হাঁটছো তোমার অর্জিত দৃষ্টিনন্দন ফুল দুলছে, তুমি চড়া হিলের খটখট শব্দে নগরীর পথে ঘোড়ার খুরের আওয়াজ তুলছো, তোমাকে আজ বাঙালি মনে হচ্ছেনা। ৩০.০১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.