আমাদের কথা খুঁজে নিন

   

জয় পেলেই বিশ্বকাপে ইতালি

আজই ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে পারে ফেবারিট চারবারের বিশ্বজয়ী ইতালি, তিনবারের বিশ্বজয়ী জার্মানি, নেদারল্যান্ড এবং সুইজারল্যান্ড। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপে আজ ইতালিয়ানরা নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্রের। অন্যদিকে সি গ্রুপে জার্মানি মুখোমুখি হবে ফারো আইল্যান্ডের এবং নেদারল্যান্ড মুখোমুখি হচ্ছে অন্ডোরার। সুইসরা আজ খেলতে নামবে নরওয়ের সঙ্গে। এছাড়াও আজ ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড এবং রাশিয়া মুখোমুখি হচ্ছে ইসরাইলের।

ফরাসিরা আই গ্রুপে খেলতে নামছে বেলারুশের বিপক্ষে।

বি গ্রুপে ইতালিয়ানরা ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বুলগেরিয়া। আজ জিতলে ইতালিয়ানদের পয়েন্ট হবে ২০। বুলগেরিয়া হাতে থাকা তিন ম্যাচ জিতলেও ১৯ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না।

সেক্ষেত্রে ইতালিই বি গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সি গ্রুপে জার্মানি ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। জার্মানির আজ বিশ্বকাপ নিশ্চিত হওয়া আজ নির্ভর করবে নিজেদের জয় এবং কাজাখস্তানের বিপক্ষে সুইডিশদের ড্র কিংবা পরাজয়ের উপর। ডি গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ড।

সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রুমানিয়া। ডাচরা আজ বিশ্বকাপ নিশ্চিত করতে পারে নিজেরা জয় পেলে এবং রুমানিয়া তুরস্কের বিপক্ষে দুর্ঘটনায় পড়লে (ড্র অথবা পরাজয়)। আজ বিশ্বকাপ নিশ্চিত হতে পারে সুইসদেরও। ই গ্রুপে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নরওয়ে।

আজ নরওয়েকে হারাতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে সুইসদের।

এদিকে বিপদে আছে ইংলিশরা। যে কোনো দুর্ঘটনাই তাদের বিশ্বকাপ অনিশ্চিত করে তুলতে পারে। এইচ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ডই। তবে সমান পয়েন্ট রয়েছে মন্টিনিগ্রোরও।

এফ গ্রুপে আজ পর্তুগালকে টপকে শীর্ষে উঠতে পারে রাশিয়া। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগিজরা। এক ম্যাচ কম (৭) খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া। আজ ইসরাইলকে পরাজিত করলেই শীর্ষে উঠবে তারা। বিপদ থেকে বাঁচতে হলে ফরাসিদেরও আজ জয়ের বিকল্প নেই।

আই গ্রুপে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচে ফরাসিদের অর্জন ১১ পয়েন্ট। অন্তত দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলার সুযোগ পেতে হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে ফরাসিদের।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।