আমাদের কথা খুঁজে নিন

   

আছো - চেতনায়



অতঃপর তোমার সাথে দেখা হতেই থাকে। অফিস যাবার সময় প্রতিটি স্টপেজে তোমার মুখ, ফেরার পথে প্রতিটি রিকশায় ঘুরেফিরে শুধু তোমার সাথেই দেখা হয়ে যায়, যেমন বেড়ালের সাথে জীবনানন্দের দেখা হতো সেকালের কবিতায়। প্রতিটি রাস্তায় গলিতে অ্যাভেনিউয়ে তোমাকেই দেখি ব্যস্তসমস্ত তীব্র পারাপার যেনবা আগুন ধরেছে মাঠ - গোলাবাড়ী, যাচ্ছ ছুটে ত্রাণ জলকামান। পার্কের নিভৃত কোণে আমার খুনসুটি অ্যালবিনো ঘাসফড়িং - সেখানেও আচম্বিতে তোমার ওড়নার আঁচ, ব্লক বুটিকের জলজ আহ্বান। মার্কেট-ফুটপাতে দরদাম হুল্লোড় অকশন কমিশন হারজিৎ চোখের পলকে মুছে যায়; নতুন উদ্যান সুইমিং পুল নীল জলে অদ্ভুত চাউনিতে ডেকে যাও তুমি - লাটাই গোটাও নিপুন দক্ষতায়। কালো ডানা মেলে দেয় রাত্তির যখন, বিছানা বালিশে আশ্রয় জেগে থাকে শুধু ঘুণপোকা টেবিলের পায়ে খাবি খায় আঁধারে ঢেকে যায় অপসুর, শুধু তোমায় নিয়ে আসে ফ্রয়েডের ভাবশিষ্যের দল। হাতের মুঠোয় স্বপ্নেরা, মনের জানালায় চলে আস স্প্রিন্টার তুমি, অতিদ্রুত ভুলে যাই গ্লানিময় সকাল-সন্ধ্যা-দিন-মাস-বৎসর এযাবৎ যাপিত অধ্যায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।