আমাদের কথা খুঁজে নিন

   

গান



বাবু চলেন মার্সিডিজে আমরা চলি নিজে নিজে রোদের ভেতর ভিজে ভিজে জুতা-সেন্ডেল নাই রে ওরে ওরে ও-আল্লা, বাবুর পায়ের পাতা নরম রে ॥ গাড়ির ভিতর বলে এ.সি ও-বাবা রে গেছি গেছি বাইরে ক্যানে এত গরম রে ॥ বাবুর গায়ে কোর্তা ভারি পরনে মোর ছেঁড়া শাড়ি নাই কি-রে মোর লজ্জা শরম রে ॥ পিঁপ-পিঁপ-পিঁপ পিঁপিঁপ-পিঁপিঁপ সামনে কে-রে তোরা ! গাড়ির নিচে পড়বি নাকি কেয়ার করি থোরা গাড়ির নিচে আমরা তো নাই কী যেন কী রে গাড়ির নিচে কাঁটায় ভরা কাঠের খড়ম রে ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।